ঢাকা, ২৪ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১০ পৌষ ১৪৩২
good-food

নতুন রূপে ধরা দিলেন রুনা, কাড়লেন মন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ২৪ ডিসেম্বর ২০২৫  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান আবারও নতুন লুকে মাতিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। তার অভিনয়ের দক্ষতা যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছে, তেমনি তিনি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্টের মাধ্যমে নেটিজেনদের মন জয় করেন।

মঙ্গলবার অভিনেত্রী তার নতুন ছবির মাধ্যমে ফ্যাশনেও এক নতুন নজর দিয়েছেন।

রুনা খান এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে নতুন রূপে ধরা দিয়েছেন। ফেসবুকে শেয়ার করা তার এক গুচ্ছ ছবিতে দেখা গেছে, সি-গ্রিন রঙের নকশা করা জামদানি শাড়িতে তাকে অত্যন্ত স্নিগ্ধ ও শোভাময়ী লাগছে। কানপাশা ও কপালে লাল টিপ এই লুককে আরো চমকপ্রদ করেছে।

এই সাজে রুনা খানের উপস্থিতি ছিল যেন এক স্নিগ্ধতার প্রতিচ্ছবি। তার মিষ্টি হাসি ও পোশাকের সঙ্গে পুরোপুরি মানানসই সৌন্দর্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ছবির ক্যাপশনে তিনি যোগ করেছেন একটি কবিতার উক্তি- ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া…!’

তার নতুন লুক মুহূর্তেই প্রশংসিত হয়েছে। ভক্তরা নানা মন্তব্যে তাকে বিশ্বসেরা সুন্দরী হিসেবে আখ্যায়িত করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘আপনাকে যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি মনে হচ্ছে।’

রুনা খান অনেক চলচ্চিত্র ও নাটকে তার অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তার অভিনীত ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে, ‘ছিটকিনি’ ছবিতে তার অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর