ঢাকা, ২১ ডিসেম্বর রোববার, ২০২৫ || ৭ পৌষ ১৪৩২
good-food
১৬

ভারতকে উড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৯ ২১ ডিসেম্বর ২০২৫  

বেশি দিন আগের কথা নয়। গত সেপ্টেম্বরে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। 

সেবার গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে টানা তিন ম্যাচে সূর্যকুমার যাদবদের কাছে হেরেছিলেন সালমান আগারা। এবার যেন সেই হারের প্রতিশোধই নিল পাকিস্তান যুবারা। 

রবিবার সেই দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত একপ্রকার উড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান। পাকিস্তান যুবারা জিতেছে ১৯১ রানের বিশাল ব্যবধানে। 

১৩ বছর পর যুবাদের এশিয়া কাপ জিতল পাকিস্তান। এর আগে টুর্নামেন্টে তারা সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে। 

২০২৩ ও ২০২৪—অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জেতে বাংলাদেশ। এবার সেমিফাইনালে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের হারিয়ে ৮ বছর পর ফাইনালে উঠে পাকিস্তান। 

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। ওপেনার সমীর মিনহাসের ঝড়ো সেঞ্চুরিয়ে তারা ৮ উইকেটে করে ৩৪৭ রান। 

মিনহাস ১১৩ বলে ১৭ চার ও ৯ ছয়ে করেন ১৭২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান আসে আহমেদ হুসাইনের ব্যাট থেকে। ভারতের হয়ে ৩ উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন। সমান ২ উইকেট নিয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল। 

মিনহাস বিধ্বংসী ইনিংস খেলে ভেঙেছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলীর একটি রেকর্ডও। ২০২৩ সালে যুবাদের এশিয়া কাপে ব্যাট হাতে শিবলী পাঁচ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩৭৮ রান করেছিলেন তিনি। টুর্নামেন্টসেরাও হন এই ব্যাটার। 

ভারতকে হারিয়ে অ-১৯ এশিয়া কাপ জিতল পাকিস্তান।

দুই বছর ধরে নিজের রেকর্ডটি ধরে রেখেছিলেন শিবলী। তবে মিনহাস এবার সেটি ভেঙে দিয়েছেন। পাকিস্তানের এই ব্যাটার পাঁচ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৪৭১ রান। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের কোনো এক সংস্করণে সর্বোচ্চ রান। এই রেকর্ড আগে ছিল শিবলীর। 

মিনহাস জিতেছেন ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও। তবে তার স্মরণীয় ম্যাচটিতে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন বোলাররাও। 

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। খেলতে পেরেছে মাত্র ২৬.২ ওভার। 

১৪ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী (২৬) উড়ন্ত সূচনা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তার সতীর্থরা। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা ভারত আর উঠে দাঁড়াতে পারেনি। 

বোলিংয়ের পাশাপাশি দেবেন্দ্রন করেছেন দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আলি রেজা। সমান দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর