ঢাকা, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ১১ পৌষ ১৪৩২
good-food

কবর জিয়ারতে যেসব কাজ থেকে বিরত থাকার নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ২৫ ডিসেম্বর ২০২৫  

কবর জিয়ারত করা, কবরস্থানে উপস্থিত হয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া করা এবং মৃত্যুর কথা স্মরণ করা একটি সুন্নত ও সওয়াবের আমল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সময়ে সময়ে সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকি জিয়ারত করতেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করতেন এবং কবরবাসীদের জন্য দোয়া করতেন।

কবরস্থানে গিয়ে যেন কেউ অতিরিক্ত আবেগে শরিয়তবিরোধী কাজ না করে- এই কারণে এক সময় রাসুল (সা.) কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে তিনি বলেন, “আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত কর। কেননা কবর জিয়ারত দুনিয়ার মোহ কমিয়ে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।” (সুনানে ইবনে মাজা: ১৫৭১)

কবর জিয়ারতের পদ্ধতি

কবর জিয়ারতের পদ্ধতি হলো- কবরের পাশে দাঁড়িয়ে মাইয়েতের চেহারার দিক বরাবর মুখ করে সালাম দেওয়া। এরপর মৃত ব্যক্তির সওয়াবের নিয়তে কোরআন তিলাওয়াত করা, দরুদ শরিফ পড়া এবং বিভিন্ন দোয়া করা।

হাদিসে যেসব সুরা ও আয়াতের বিশেষ ফজিলত এসেছে- যেমন সুরা ফাতেহা, আয়াতুল কুরসী ও সুরা ইখলাস- এসব তিলাওয়াত করে মৃতের জন্য সওয়াব পৌঁছানো যায়।

মৃতের জন্য হাত তুলে দোয়া করতে চাইলে কবরের দিকে মুখ না করে কিবলামুখী হয়ে দাঁড়ানো উত্তম। কবরের দিকে ফিরে হাত তুলে দোয়া করা ঠিক নয়। চাইলে হাত না তুলেও মনে মনে দোয়া করা যেতে পারে।

কবর জিয়ারতের দোয়া

কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবরবাসীকে সালাম দিয়ে দোয়া করতেন। সাহাবিদেরও তিনি সালাম দিয়ে দোয়া করতে শিখিয়েছেন। বুরায়দাহ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবরস্থানে গেলে পড়তে শিখিয়েছেন এ দোয়াটি:

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

উচ্চারণ: আসসালামু আলায়কুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকূনা নাসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ

অর্থ: হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। (সহিহ মুসলিম: ৯৭৫)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদিনার কবরস্থান হয়ে যাচ্ছিলেন, এ সময় তাদের দিকে মুখ করে বললেন:

السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ

উচ্চারণ: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবূরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি।

অর্থ: হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বৰ্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের গুনাহ ক্ষমা করে দিন, (পরকালের যাত্রায়) তোমরা আমাদের আগে গেছ আর আমরাও তোমাদের অনুসরণ করবো। (সুনানে তিরমিজি: ৫৯৬)

কবর জিয়ারতে গিয়ে যে কাজগুলো থেকে বিরত থাকবেন

কবর জিয়ারতের সময় শরিয়তের বিধান মেনে চলা অত্যন্ত জরুরি। কবরস্থানে গিয়ে কবরে সেজদা করা, কবরবাসী কোনো ওলি বা দরবেশের কাছে কিছু প্রার্থনা করা, কিংবা কবরের নামে পশু উৎসর্গ করা শিরক ও গুরুতর গুনাহের অন্তর্ভুক্ত।

এছাড়া হাদিসে আরও কিছু কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিচে তুলে ধরা হলো-

১. কবরের ওপর বসা: কবরের ওপর বসা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কবরের ওপর বসার চেয়ে আগুনের ওপর বসা উত্তম, যে আগুন কাপড় পুড়িয়ে শরীরের চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেবে।” (সহিহ মুসলিম: ৯৭১)

২. কবরের ওপর জুতো পরে হাঁটা: কবরের ওপর জুতো পরিধান করে চলাফেরা করা নিষেধ। বশির ইবনে খাসাসিয়া (রা.) বর্ণনা করেন, তিনি একবার রাসুল (সা.)-এর সঙ্গে হাঁটছিলেন। নবিজি (সা.) মুসলমানদের কবরস্থানে গিয়ে বললেন, “এরা বহু মন্দ কাজ পরিত্যাগ করে এগিয়ে গেছে।”

এরপর মুশরিকদের কবরস্থানে গিয়ে বললেন, “এরাও বহু ভালো কাজ পরিত্যাগ করে গেছে।” তারপর তিনি দেখলেন, এক ব্যক্তি জুতা পরে কবরস্থানের মাঝখান দিয়ে হাঁটছে। তখন তিনি বললেন, “হে জুতা পরিহিত ব্যক্তি, তোমার জুতা খুলে ফেল।” (সুনানে নাসাঈ: ১০৭)

৩. কবরের দিকে মুখ করে নামাজ আদায়: কবরের দিকে ফিরে নামাজ পড়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা কবরের দিকে মুখ করে নামাজ আদায় করবে না এবং কবরের ওপর বসবেও না।” (সহিহ মুসলিম: ৯৭২)

৪. কবরস্থানে পশু জবাই করা: জাহেলি যুগে আরবরা কবরের পাশে পশু জবাই করত। ইসলাম এ ধরনের কাজ নিষিদ্ধ করেছে। রাসুল (সা.) কবরস্থানে পশু জবাই করতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ: ৩২২২)

৫. কবরস্থানে হাসি-ঠাট্টা ও উল্লাস: কবরস্থানে গিয়ে হাসি-তামাশা, হৈ-হুল্লোড় বা উৎসবমুখর আচরণ করা অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না এবং কবরগুলোকে উৎসবের স্থানে পরিণত করো না।” (সুনানে আবু দাউদ: ২০৪২)