ঢাকা, ২৪ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১০ পৌষ ১৪৩২
good-food
১৫

৫৮তম সেঞ্চুরিতে ১৬ হাজারি ক্লাবে কোহলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫১ ২৪ ডিসেম্বর ২০২৫  

টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়েছেন। তবে চালিয়ে যাচ্ছেন একদিনের ক্রিকেট। সামনে হয়তো ওয়ানডে বিশ্বকাপেও দেখা যেতে পারে বিরাট কোহলিকে। 

বয়স ৩৭ হয়ে গেলেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কোহলি। চলতি মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতানোর পথে এই ডানহাতি ব্যাটার করেন টানা দুই সেঞ্চুরি ও এক ফিফটি। 

সেই ফর্ম নিয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে বেঙ্গালুরুতে গিয়েই আবারও সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি। এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫৮। 

বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে কোহলি করেন ১০১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৩১ রান। এই সেঞ্চুরি গড়ার পথে তিনি ছুঁয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক। 

১৫৯৯৯ রান নিয়ে অন্ধ্রের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন কোহলি। এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার রানসংখ্যা দাঁড়াল ৩৩০ ইনিংসে ১৬১৩০। 

দ্বিতীয় ভারতীয় হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন কোহলি। এ তালিকায় তার ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ করেছেন ৫৩৮ ইনিংসে ২১৯৯৯ রান। 

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম স্থানে কোহলি। তার মাইলফলকের দিনে জিতেছে দিল্লি। 

প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশ করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রান। লক্ষ্য তাড়ায় কোহলির সেঞ্চুরিতে দিল্লি করে ৩৭.৪ ওভারে ৬ উইকেটে ৩০০ রান। 

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৬০ সেঞ্চুরি করেছেন শচীন। আর দুই সেঞ্চুরি করলে সেই রেকর্ডও ছুঁয়ে ফেলছেন কোহলি। এর আগে ওয়ানডেতে শচীনের (৪৯) সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও ভাঙেন কোহলি (৫৩*)। 

লিস্ট ‘এ’ ক্রিকেটে বেশি রান

ব্যাটার ইনিংস রান
গ্রাহাম গুচ (ইংল্যান্ড) ৬০১ ২২২১১
গ্রায়েম হিক (ইংল্যান্ড) ৬৩০ ২২০৫৯
শচীন টেন্ডুলকার (ভারত) ৫৩৮ ২১৯৯৯
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৫০১ ১৯৪৫৬
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬৬ ১৬৯৯৫
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৪৪৫ ১৬৩৬৩
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) ৪৩৬ ১৬৩৪৯
সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ৫৪২ ১৬১২৮
বিরাট কোহলি (ভারত) ৩৩০ ১৬১৩০
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর