ঢাকা, ২৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ৯ পৌষ ১৪৩২
good-food

কবীর সুমনের কথায় কেঁদে ভাসালেন শুভশ্রী!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩০ ২৩ ডিসেম্বর ২০২৫  

কিংবদন্তী শিল্পীর মুখে নিজের কাজের প্রশংসা—এর চেয়ে বড় প্রাপ্তি হয়তো আর কিছু হতে পারে না। আর সেই প্রশংসাই যখন আসে কবীর সুমনের মতো ব্যক্তিত্বের কাছ থেকে, তখন আবেগ ধরে রাখা কঠিন। ঠিক এমনটাই ঘটল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আসন্ন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-এর প্রচার অনুষ্ঠানে কবীর সুমনের কথায় মঞ্চেই চোখের জল ফেললেন তিনি।

নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ার খেলায় মেতেছেন শুভশ্রী। তাঁর অভিনয় জীবনের পরবর্তী চ্যালেঞ্জ নটী বিনোদিনীর চরিত্র। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে এই ঐতিহাসিক ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবির মিউজিক্যাল অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কবীর সুমন। সেখানেই বিনোদিনী রূপে শুভশ্রীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বর্ষীয়ান এই শিল্পী বলেন, "নাম গুলিয়ে ফেলি ভাই, এই বুড়োকে ক্ষমা করবেন। আপনি অভাবনীয় অভিনয় করেছেন। আমি ওইটুকু দেখেই মুগ্ধ, অপূর্ব!" তিনি আরও জানান, ছবির গানে শুভশ্রীর অভিনয় দেখে এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন। তাঁর কথায়, "এই বুড়ো বয়সে ভ্যাঁ করে কেঁদে ফেলেছি। বাড়ির সবাইকে দেখিয়েছি, প্রত্যেকে মোহিত।"
বিশেষ করে 'নটি বিনোদিনী' গানটিতে শুভশ্রীর নাচ এবং অভিনয়ের কথা বলতে গিয়ে কবীর সুমন বলেন, "আমার বলতে গিয়ে আবার কান্না পাচ্ছে। এরকম হৃদয় ছুঁয়ে যাওয়া সুর আর নাচ! ঈশ্বর আপনার মঙ্গল করুন।"

প্রবীণ শিল্পীর কাছ থেকে এমন আন্তরিক স্বীকৃতি পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারেননি শুভশ্রী। মঞ্চে বসেই বারবার তাঁকে চোখ মুছতে দেখা যায়। এই আবেগঘন মুহূর্তটি উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
উল্লেখ্য, বড়দিনের ছুটিতে বক্স অফিসে জোরদার লড়াইয়ের সম্ভাবনা। একদিকে যখন চৈতন্য মহাপ্রভুর জীবন ও নটী বিনোদিনীর আধ্যাত্মিক যাত্রাপথ নিয়ে আসছে 'লহ গৌরাঙ্গের নাম রে', ঠিক তখনই মুক্তি পাচ্ছে দেব-মিঠুন জুটির 'প্রজাপতি ২' এবং কোয়েল মল্লিকের গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'মিতিন মাসি'। এখন দেখার, এই ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর