ঢাকা, ২৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ৯ পৌষ ১৪৩২
good-food

বিশ্ববাজারেও স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ২৩ ডিসেম্বর ২০২৫  

বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের দাম মঙ্গলবার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্বল মার্কিন ডলার এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান এই ধাতুর চাহিদা আকাশচুম্বী হওয়ায় এই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুধু স্বর্ণই নয়, রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৮.৯৪ ডলারে দাঁড়ায়। তবে দিনের শুরুতে লেনদেনের একপর্যায়ে দাম ৪,৪৯৭.৫৫ ডলারের নতুন রেকর্ড স্পর্শ করে। একই সঙ্গে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫২০.১০ ডলারে স্থির হয়েছে।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, “মার্কিন ফেডারেল রিজার্ভের নমনীয় নীতির প্রত্যাশা, ডলারের ওপর বাজারের আস্থাহীনতা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা—সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আকর্ষণ এখনও ব্যাপক।”

এই দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন ডলারের দুর্বলতাকে, যা টানা দ্বিতীয় দিনের মতো দরপতনের শিকার এবং ২০১৭ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতনের পথে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব তেল ট্যাংকারের ওপর "অবরোধ" আরোপের নির্দেশ দেওয়ায় বিশ্বজুড়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও দেখা গেছে বড় ধরনের উল্লম্ফন। স্পট সিলভারের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯.৫১ ডলারে পৌঁছেছে এবং একপর্যায়ে ৬৯.৯৮ ডলারের রেকর্ড স্পর্শ করে। সরবরাহ ঘাটতি ও শিল্প খাতে চাহিদা বাড়ায় চলতি বছরে রুপার দাম ১৪২ শতাংশ বেড়েছে। পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ আহমাদ আসিরি বলেন, “স্বর্ণ ও রুপা দুটিই শক্তিশালী কেনার চাপের মধ্যে রয়েছে, যা প্রমাণ করে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আপাতত থামছে না।”

বিশ্ববাজারের এই রেকর্ডের ঢেউ সরাসরি এসে লেগেছে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবারের ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৮৩ টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।