ঢাকা, ২৬ নভেম্বর বুধবার, ২০২৫ || ১১ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২৬

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি প্রকাশ্যে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ২৫ নভেম্বর ২০২৫  

আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা হয়নি। মঙ্গলবার মুম্বাইয়ে সেই সূচি দেওয়ার কথা আইসিসির।  তবে তার আগেই জানা গেল ভারত-পাকিস্তানের ম্যাচ কবে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। 

গত এশিয়া কাপের পর এটিই হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ। নিজদের রাজনৈতিক কারণে দুই দল দ্বিপক্ষীয় সিরিজ খেলে না এক যুগেরও বেশি। 

সেই কারণে আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া এখন দুই দল আর মুখোমুখি হয় না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বের লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। 

দুই দল পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের অন্য তিন সঙ্গী হলো যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের।  

ক্রিকইনফো জানিয়েছে, ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও। 

এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে মুখোমুখি হবে নামিবিয়ার। তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৮ মার্চ। এবারের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এর আগে ২০২৪ বিশ্বকাপ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। 

সেবার সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এবারের বিশ্বকাপ হবে আগের সংস্করণের মতোই। পাকিস্তান ভারতে না যাওয়ায় নিজেদের সব ম্যাচ খেলবে কলম্বো ও কেন্ডিতে। গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর