ঢাকা, ১৯ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ৪ পৌষ ১৪৩২
good-food
১৮

‘সেভেন সিস্টার্স স্বাধীন কর’ স্লোগান: বাবর বললেন, ‘দুঃখজনক’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ১৮ ডিসেম্বর ২০২৫  

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল থেকে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে স্লোগান দেওয়া হয়েছে, তাকে তিনি দুঃখজনক বলেছেন। তিনি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা এবং ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া বাবর লেখেন,  “কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ-রাজনীতি এবং কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন—এটি দুঃখজনক।

“দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।”

আগের দিন জুলাই ঐক্য নামে একটি মোর্চার ঢাকায় ভারতীয় হাইকমিশ অভিমুখে মিছিল কর্মসূচিতে বাবরকে নিয়ে স্লোগান দেওয়া হয়।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্লোগান ধরেন, “বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো।”

সেই কর্মসূচিতে পুলিশের বাধা পেয়ে ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য কেড়ে নিয়ে স্বাধীন করে দেশটির মানচিত্র পাল্টে দেওয়ার ঘোষণা আসে।

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বাবর। চারদলীয় জোট সরকারের আমলে চট্টগ্রাম থেকে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের মামলায় আওয়ামী লীগ শাসনামলে তার ফাঁসির আদেশ হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উচ্চ আদালতে আপিল করে মুক্তি পান বাবর। তিনি নেত্রকোণার একটি আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বাবর লেখেন, “বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে।”

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। 

ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ। এরই মধ্যে চাউর হয়েছে, তারা ভারতে পালিয়ে গেছেন।

এছাড়া দেশটিতে বসবাস করছেন ’২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের শীর্ষ নেতারা। সেখান থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন তারা।

সেসব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করে জুলাই ঐক্য।