ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ২ পৌষ ১৪৩২
good-food
১০

৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখের কলকাতায় মোস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১৬ ডিসেম্বর ২০২৫  

প্রথম সেটে নাম ছিল না মোস্তাফিজুর রহমানের। পেসারদের দ্বিতীয় সেটে বাংলাদেশি তারকার নাম আসতেই ঝাঁপিয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। 

তিন দলের কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছে শাহরুখ খানের কলকাতা। আইপিএলে ‘কাটার মাস্টারের’ এটি নতুন ঠিকানা। 

মঙ্গলবার ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজের নাম নিলামে আসতেই প্রথমে আগ্রহ দেখায় দিল্লি। এরপর তাকে দলে নেওয়ার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই ও কলকাতা। একে একে বিড করতে থাকে দলগুলো। মাঝে সরে যায় দিল্লি। তবে চেন্নাই ও কলকাতার লড়াই চলতেই থাকে।

নিলামে লাফিয়ে বাড়তে থাকে মোস্তাফিজের দাম। শেষ পর্যন্ত দাম বেড়ে ২ কোটি থেকে দাঁড়ায় ৯ কোটি ২০ লাখে! আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।

একই দিনে নিলামে ক্যামেরুন গ্রিনের জন্য বিশাল অর্থ ঢালে কলকাতা। তাকে দলে নেয় ২৫ কোটি ২০ লাখ রুপিতে। 

আইপিএলে এই প্রথম কলকাতার হয়ে খেলবেন মোস্তাফিজ। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে।

আইপিএলে এর আগে সর্বোচ্চ ৬ কোটি রুপি মূল্য পেয়েছেন মোস্তাফিজ। যদিও ২০২৫ সালের সেই আইপিএলে বেশি ম্যাচখেলার সুযোগ পাননি তিনি। তবে এবার গোটা আসরের জন্যই বাংলাদেশি পেসারকে চাচ্ছে কলকাতা। 

আইপিএলে মোস্তাফিজকে নিয়ে আগ্রহ থাকবে, এই ধারণা ছিল আগে থেকেই। ২০ বছর বয়সী এই পেসার পাঁচ দলের হয়ে মাতিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি লিগটি। 

তাছাড়া নিজের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া বাংলাদেশি তারকার ইকোনোমিও ভালো। ডেথ ওভারেও কার্যকরী ভূমিকা পালন করেন তিনি। তাই তো এবারের নিলামে তার দাম উঠেছে আকাশছোঁয়া!

কলকাতার হয়ে এর আগে বাংলাদেশিদের মধ্যে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর