ঢাকা, ০৭ জানুয়ারি বুধবার, ২০২৬ || ২৩ পৌষ ১৪৩২
good-food
২৫

আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ৫ জানুয়ারি ২০২৬  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিক্রিয়ায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর এবার বাংলাদেশে টুর্নামেন্টের সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, “মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

“এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশদেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুরকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ভারতে নেতিবাচক আবহাওয়া বিরাজ করছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আইপিএলের মতো গ্ল্যামার্স আসরে রাখা নিয়ে আপত্তি ওঠে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সাম্প্রতিক স্পর্শকাতর পরিস্থিতির কথা বিবেচনা করেই কেকেআরকে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশে এর প্রতিক্রিয়া হয়েছে ব্যাপক। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আইসিসিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর