ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ৩ পৌষ ১৪৩২
good-food

‘দঙ্গল’ ছাড়িয়ে ‘জওয়ান’ ও ‘অ্যানিম্যাল’কে টেক্কা দিচ্ছে ‘ধুরন্ধর’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ১৭ ডিসেম্বর ২০২৫  

বক্স অফিসে একের পর এক চমক দেখিয়েই চলেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির আগে তেমন বড় কোনো প্রচার না থাকলেও, প্রেক্ষাগৃহে রীতিমতো আলোড়ন তুলেছে এই ছবি। মুক্তির মাত্র ১২ দিনের মাথায় এবার আমির খানের সর্বকালের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’-এর আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। মঙ্গলবার পর্যন্ত শুধু ভারতেই ৪০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।

ভারতের বক্স অফিসে আমির খানের ‘দঙ্গল’ মোট ৩৮৭ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই নজির মুক্তির দ্বাদশ দিনেই টপকে গেল ‘ধুরন্ধর’। শুধু ‘দঙ্গল’ নয়, রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে রণবীর সিংয়ের এই ছবি। ‘সঞ্জু’ ভারতের বক্স অফিসে মোট ৩৪২ কোটি রুপি আয় করেছিল। এর আগে ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’র রেকর্ডও পেছনে ফেলেছিল ছবিটি।

বলিউডের বক্স অফিসজয়ীদের তালিকার শীর্ষস্থানীয় এই দুই ছবিকে পেছনে ফেললেও ‘ধুরন্ধর’-এর সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। এখনও এই ছবির চেয়ে এগিয়ে আছে ‘জওয়ান’, ‘স্ত্রী ২’, ‘অ্যানিম্যাল’, ‘পাঠান’ ও ‘গদর ২’। ভারতে ছবিগুলোর বক্স অফিস সংগ্রহ যথাক্রমে: ‘জওয়ান’ (৬৪৩.৮৭ কোটি), ‘স্ত্রী ২’ (৬২৭ কোটি), ‘অ্যানিম্যাল’ (৫৫৬.৩৬ কোটি), ‘পাঠান’ (৫৪৩.০৫ কোটি) এবং ‘গদর ২’ (৫২৫.৪৫ কোটি রুপি)। তবে ‘ধুরন্ধর’-এর অবিশ্বাস্য সাফল্যের ধারা দেখে রণবীর সিংয়ের ভক্ত-অনুরাগীরা আশা করছেন, এই নজিরগুলোও হয়তো ভেঙে দেবে তাদের প্রিয় তারকার সিনেমা।

বক্স অফিসে এমন আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে বিতর্কও চলছে। অনেকেই ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে আখ্যা দিয়েছেন। এছাড়া ছবিতে অতিরিক্ত হিংসার প্রদর্শন নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। তবে এসব বিতর্ক বক্স অফিসে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। ‘ধুরন্ধর’-এর মাধ্যমে রণবীর সিং তার নিজের অভিনীত আগের দুটি হিট সিনেমা ‘সিম্বা’ ও ‘পদ্মাবত’-এর আয়ের রেকর্ডও ভেঙেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর