ঢাকা, ২৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ৯ পৌষ ১৪৩২
good-food

বিপিএলের উত্তাপ শুরু, আসতে শুরু করেছেন বিদেশিরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৩ ২৩ ডিসেম্বর ২০২৫  

আর বাকি মাত্র দুই দিন। এরপরই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।এর মধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের উত্তাপ। ফ্র্যাঞ্চাইজিগুলো শুরু করে দিয়েছে অনুশীলন। একে একে আসা শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররাও। এখন অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম সংস্করণ। টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন।

হোম ভেন্যু সিলেটে অনুশীলন শুরু করেছে সিলেট টাইটানস। রংপুর রাইডার্স অনুশীলন করছে তাদের হোম ভেন্যু কিংস অ্যারেনায়। ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিকি আর্থার এরই মধ্যে দলে যোগ দিয়েছেন। এ ছাড়া এসে গেছেন একাধিক বিদেশি।

অনুশীলনে বিপিএলের নবাগত দল নোয়াভখালী এক্সপ্রেস। ছবি: ফেসবুক/নোয়াখালী এক্সপ্রেস

তাদের বেশিরভাগই রাজশাহী ওয়ারিয়র্সের। এই দলে এরই মধ্যে যোগ দিয়েছেন সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো।

সোমবার রাতে সিলেট শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন খুশদিল শাহ।

 তবে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস বা নোয়াখালীর কোনো বিদেশি ক্রিকেটার এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামী দুই দিনের মধ্যে বাকি দলগুলো পাচ্ছে তাদের বিদেশিদের।

এবারের আসরের আগে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। দেশের রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তার কারণে বাদ যাচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুশীলনে ঢাকা ক্যাপিটালস।ছবি: বিসিবি

তবে টুর্নামেন্ট শুরুর দিনে স্বল্প পরিসরে আঞ্চলিক গানের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আগের মতোই তিন ভেন্যুতে হবে বিপিএল। সেই তিন ভেন্যু হলো সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। তবে আগের সংস্করণগুলোতে বেশি ম্যাচ ছিল ঢাকায়। এবার সেটা থেকে সরে এসে বেশিরভাগ ম্যাচ ঢাকার বাইরে আয়োজন করছে বিসিবি।

২ জানুয়ারি শেষ হবে সিলেট পর্বের। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রাম পর্ব। ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি।

এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ হবে ঢাকায়। ফাইনালও হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ২৩ জানুয়ারি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর