ঢাকা, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ৪ পৌষ ১৪৩২
good-food
১১

অস্ত্রধারী পুলিশ পাচ্ছে নির্বাচনী অনুসন্ধান কমিটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৪ ১৮ ডিসেম্বর ২০২৫  

দায়িত্ব পালনের সময় নিরাপত্তার স্বার্থে পুলিশের দুজন অস্ত্রধারী সদস্য পাবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এই কমিটি নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবে। বিচারকদের নিয়ে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

ইসির আইন শাখা থেকে এই নির্দেশনা এরইমধ্যে সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনী দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর দুজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য সব পুলিশ কমিশনার-পুলিশ সুপারকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কমিটি কোনো অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য কমিটির চাওয়া মতো প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ৯১কক (২) অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কমিশনার-পুলিশ সুপার-স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার-ইনচার্জ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে সম্প্রতি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর