ঢাকা, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ১১ পৌষ ১৪৩২
good-food

শ্রদ্ধার খুব জেদ, আলিয়া-অনন্যার চেয়ে বেশি পারিশ্রমিক নেয়: শক্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ২৫ ডিসেম্বর ২০২৫  

অন্য অভিনেত্রীদের চেয়ে শ্রদ্ধা কাপুরের সিনেমার সংখ্যা কম। কিন্তু তাদের চেয়ে পারিশ্রমিক বেশি নেন তিনি। এমন দাবি করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা এবং শ্রদ্ধার বাবা শক্তি কাপুর।

সম্প্রতি চাউর হয়েছে, আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের তুলনায় কম কাজ পাচ্ছেন শ্রদ্ধা। সেসব জল্পনা দূর করতেই মূলত মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা।

শ্রদ্ধা প্রসঙ্গে শক্তি কাপুর বলেন, “সে খুব জেদি মেয়ে। শুধু নিজের মনের কথা শোনে। তার কিছু নীতি আছে। সেগুলো খুব কঠোরভাবে মেনে চলে।”

মেয়েকে বাবা বলেন, “মাঝে মধ্যে তার সঙ্গে ঝগড়া করি আমি। কখনও একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করি। কখনও সিনেমা নিয়েও আলোচনা করি। তার জন্য খুবই গর্বিত আমি। শ্রদ্ধার অভিনয় সত্যিই অসাধারণ। সে একজন দুর্দান্ত অভিনেত্রী।”

শক্তি কাপুর বলেন, “শ্রদ্ধা এমনিতেই কম ছবিতে কাজ করে। কিন্তু যেটা করে সেটা যেন সেরা হয়, সেদিকে খেয়াল রাখে। সে পারিশ্রমিকও বেশি নেয়। তাদের (আলিয়া, অনন্যা) সবার চেয়ে বেশি টাকা নেয়। বছরে মাত্র একটা অথবা দুটি ছবিতে কাজ করে।”

তাই শ্রদ্ধা কাজ পাচ্ছেন না, এই খবর গুজব ছাড়া অন্য আর কিছু নয় বলেই দাবি বলিউডের কালজয়ী অভিনেতার।

চলতি বছর মুক্তি পেয়েছিল শ্রদ্ধার ‘স্ত্রী ২’সিনেমাটি। শোনা যায়, এই ছবির জন্য তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তার এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর