ঢাকা, ২৮ ডিসেম্বর রোববার, ২০২৫ || ১৪ পৌষ ১৪৩২
good-food

২০২৫: একঝাঁক তারকার বিয়ের খবর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৪ ২৮ ডিসেম্বর ২০২৫  

চলতি বছর শোবিজ তারকাদের অনেকেই বিয়ের মালাবদল করেছেন। এদের মধ্যে কেউ কেউ পারিবারিক পছন্দে বিয়ে করেছেন, কেউ দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটিয়েছেন। আবার তাদের মধ্যে কেউ প্রথম বিয়ের স্বাদ নিয়েছেন, অনেকে দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করেছেন। ২০২৫ সালে যে তারকারা বিয়ের খবর দিয়েছেন তাদের নিয়ে বিশেষ আয়োজন…

জেমস

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন তিনি। তবে চলতি বছরের ২২ অক্টোবর তিনি তার তৃতীয় স্ত্রী ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন।

তাহসান খান

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের ৪ জানুয়ারি এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি একজন মেকআপ আর্টিস্ট। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ে করেছেন ১৪ ফেব্রুয়ারি। তবে ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তা জানান। তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব।

শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন গত ১৬ সেপ্টেম্বর। রাজধানীয় মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে তিনি বিয়ে করেন তানজিম তৈয়বকে।

অমিতাভ রেজা চৌধুরী

তৃতীয়বার বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ১৪ নভেম্বর নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক।

বাঁধন সরকার পূজা

এ বছর বিয়ে করেছেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। ২৪ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পড়শী

সংগীতশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করেন ২০২৪ সালের ৪ মার্চ। তবে বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি তিনি বিয়ের কথা প্রকাশ করেন। তার স্বামীর নাম হামিম নিলয়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।

শামীম হাসান সরকার

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেছেন ৪ এপ্রিল। তার স্ত্রীর নাম আফসানা প্রীতি।

আরাফাত মহসিন নিধি

গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৪ এপ্রিল। ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক যোগাযোগমাধমে নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন।

জামিল হোসেন

অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ বিয়ে করেন ৬ এপ্রিল। ইউটিউব নাটকে এ জুটির দর্শকপ্রিয়তা দারুণ।

মাইমুনা ফেরদৌস মম

অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন ২১ নভেম্বর। তার স্বামী প্রযোজক ও পরিচালক রাফায়েল আহসান নাওমী।

শানারেই দেবী শানু

অভিনয়শিল্পী ও লেখক শানারেই দেবী শানু। গত বছর বিয়ে করলেও ১৪ ফেব্রুয়ারি খবরটি জানান তিনি। পাত্র মাহবুব জামিল, পেশায় প্রকৌশলী, পাশাপাশি লেখালেখিও করেন। লেখালেখির সূত্রেই তাদের পরিচয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর