ঢাকা, ১৭ আগস্ট রোববার, ২০২৫ || ১ ভাদ্র ১৪৩২
good-food
৩০৫

নির্বাচনে অংশগ্রহণে খালেদা জিয়া-তারেক রহমানের বাধা নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪২ ২৭ ডিসেম্বর ২০২৪  

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সব মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের আসন্ন নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।

 

মো. আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের তাতে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।

 

অ্যাটর্নি জেনারেল বলেন, আগের গণপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে। তাদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে। 

 

ছায়া সংসদে অংশগ্রহণ করে ইষ্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর