ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
১০

নেপালের শীর্ষ নেতারা গোপনে, তবু দেশ পরিচালনা তাদের হাতেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৭ ১০ সেপ্টেম্বর ২০২৫  

‘জেন জি’দের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি পদত্যাগ করেছেন। তবু বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। অজ্ঞাত স্থান থেকে আন্দোলনকারী 'জেন জি' প্রতিনিধিদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে -সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নেপালি সেনাবাহিনী।

 

বিবিসি থেকে বাহিনীটির মুখপাত্র রাজারাম বাসনেতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাষ্ট্রপতিসহ শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তিনি ‘অজ্ঞ’।

 

রামচন্দ্র পৌদেল সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের নিবন্ধ ৭৭ এর ধারা তিন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেয়া পর্যন্ত বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে। প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগপত্র গ্রহণ করে ‘সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত’ অলিকেই কাজ চালানোর সরকারের দায়িত্ব দেন তিনি। যদিও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর কোনো উপস্থিতি প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

 

সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে, অলি দেশ ছেড়ে চলে গেছেন। তার ঘনিষ্ঠ একজন দাবি করেছেন, নেপালেই আছেন অলি এবং নিরাপত্তা সংস্থার সুরক্ষায় রয়েছেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নেপালি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে।

 

 

সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে সংসদের কোনো একজন সদস্য প্রধানমন্ত্রী হতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, সমাজে সাধারণ মানুষ এবং ‘জেনারেশন জেডের’র কাছে গ্রহণযোগ্য-এমন কাউকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া উচিত।

 

আবার অনেকে বলছেন, আমাদের শুধু সংবিধানে অনুমোদিত বিধানের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিৎ নয়। যেহেতু এটি সম্পূর্ণ অন্যরকম একটি পরিস্থিতি, এর সমাধান রীতি বহির্ভূতভাবেও হতে পারে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর