ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food
২৬৯

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২১ ২৭ জুন ২০২২  

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এই তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। 

 

ইতোমধ্যে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ নির্দেশনা দিয়েছে। তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর