ঢাকা, ২৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ৮ পৌষ ১৪৩২
good-food
১৩৫৮

পপির অনুরোধ: কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩১ ১ জুন ২০২০  

 জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ২৫ বছর পর গ্রামের বাড়ি খুলনায় ঈদ করেছেন। কারণ করোনাভাইরাসের প্রাদুুর্ভাবের আগে গ্রামের বাড়িতে গিয়ে আর ঢাকা ফিরতে পারেননি তিনি। ঢাকায় ঈদ করা হলে অনেককেই পপির সালামি দিতে হয়। নিজে সালামি চাওয়ার মতো তেমন কেউ থাকে না। তবে এবার গ্রামের বাড়িতে ঈদ করায় আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের কাছ থেকে ঈদ সালামি হিসেবে পেয়েছেন বেশ কিছু টাকা। সেই টাকা অসচ্ছল মানুষদের মধ্যে বিতরণ করছেন পপি। 

পপি জানান, ১৯৯৫ সালে কাজের প্রয়োজনে ঢাকায় চলে যাই, তারপর থেকে প্রতি বছর রোজা সেখানেই কেটেছে। কীভাবে এতগুলো বছর পার হয়ে গেল, বুঝতেই পারিনি। এতদিন পর গ্রামের বাড়িতে সবার সঙ্গে রোজা এবং ঈদ করে অনেক ভালো লেগেছে।  বাবার শরীরটা একটু খারাপ। যে কারণে মনটা খারাপ থাকে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। পপি বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনায় আমি প্রায় দুই হাজার মানুষকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছি। এটা ভালোবাসার প্রতিদান। যাদের ভালোবাসায় আমি আজ পপি হয়েছি, তাদের জন্য ভালোবাসা দিতে পেরে ভালো লেগেছে।  ইচ্ছে থাকার পরও এর চেয়ে বেশি কিছু করতে পারিনি। সমাজের বিত্তবানদের অনুরোধ করবো আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কারণ সব সময় মানুষের সাহায্যের প্রয়োজন হয় না, এখন যতটা প্রয়োজন। সবাইকে বলবো আপনারা নিজের ঘরে অবস্থান করুন। বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না।

সাক্ষাৎকার বিভাগের পাঠকপ্রিয় খবর