ঢাকা, ১৫ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ৩০ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২০

ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ১৪ ডিসেম্বর ২০২৫  

আইসিসি বা এসিসির টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় যেন ‘সোনার হরিণ’। সে সিনিয়র দলের হোক, মেয়েদের ক্রিকেট কিংবা বয়সভিত্তিক দলের। 

ভারতের বিপক্ষে হারের ধারা অব্যাহত রাখল পাকিস্তান। এবার হারল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও। রবিবার দুবাইয়ে সুযোগ পেয়েও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। 

আইসিসি একাডেমি মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত অলআউট হয় ৪৬.১ ওভারে ২৪০ রানে। সর্বোচ্চ ৮৫ রান করেন অ্যারন জর্জ। কনিষ্ক চৌহান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান। 

পাকিস্তানের হয়ে সমান ৩ উইকেট নেন মোহাম্মদ সায়েম ও আবদুল সুবহান। নিকাব শফিক নেন ২ উইকেট। 

লক্ষ্য তাড়ায় ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৪১.২ ১৫০ রানে। পাকিস্তান হেরেছে ৯০ রানে। 

পাকিস্তানের হয়ে ৭০ রান করেন হুজাইফা আহসান। ২৩ রান করেন অধিনায়ক ফারহান ইউসুফ। ১৬ রান আসে ওপেনার উসমান খানের ব্যাট থেকে। এই তিন জন ছাড়া পাকিস্তানের আর কেউ দুই অংকের রান ছুঁতে পারেননি। 

ভারতের হয়ে সমান ৩ উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহান। ২ উইকেট নেন কিষাণ সিং। ম্যাচসেরা হয়েছেন কনিষ্ক।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। 

আইসিসি চাইলেও এই ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তানের অধিনায়ক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর