ঢাকা, ২৫ অক্টোবর শনিবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
৩৪৮

পাঁচ ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির বিরুদ্ধে মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৭ ১৪ মে ২০২৪  

অনুমোদন না থাকার অভিযোগে বাজারে বিক্রি হওয়া পাঁচটি ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে বিশুদ্ধ খাদ্য আদালতে এই ৫ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলাটি করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন।

 

ড্রিংকগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ এবং টারবো। এরমধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যের প্রসারে প্রচারণা করেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

 

নিরাপদ খাদ্য পরিদর্শক জানান, এগুলোর একটিরও অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও বলতে পারেনা এগুলো ওষুধ নাকি ড্রিংকস। এর মধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যর প্রসারে প্রচারণা করেছেন ক্রিকেটার তামিম ইকবাল। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি অপরাধ। বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলা হয়েছিল, যা কোনো কোম্পানি মানেনি বলেও জানান তিনি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর