ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৪ মাঘ ১৪৩২
good-food
২৭

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৯ ২৭ জানুয়ারি ২০২৬  

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেবেন। মঙ্গলবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘‘রাষ্ট্রপতি কয়েকদিন আগে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি জানান। ডাকযোগের মাধ্যমে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।’’

তিনি বলেন, ‘‘যতদূর জানি, তিনি জানিয়েছেন—পাবনা থেকে ভোট দেবেন।’’

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেন।
 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর