ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
১১১০

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন শুক্রবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ২৪ জানুয়ারি ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচারিত হবে।

গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয়  সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগ। 

এ নিয়ে চতুর্থবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে দলটি।

জয়ের পর গেল ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

তিনি ৪৬ সদস্য নিয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন। অধিকাংশই নতুন।

১৯৯৬ সালের নির্বাচনে নৌকা প্রতীক জিতলে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 

এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন তিনি।