ঢাকা, ২৫ অক্টোবর শনিবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
৩৯০

প্রয়াত ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৫ ৫ জুন ২০২৩  

 নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার নির্বাচন কমিশন থেকে ফর্ম নেবেন বলে জানিয়েছেন।

 হিরো আলম সোমবার (৫ জুন) উপ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন।

হিরো আলম বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।’

উল্লেখ্য, এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম। মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে জান হিরো আলম।