ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৫ মাঘ ১৪৩২
good-food

প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেন অরিজিৎ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৭ ২৮ জানুয়ারি ২০২৬  

বলিউডে রোমান্টিক গানের সমার্থক নাম অরিজিৎ সিং। সেই অরিজিৎই সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। 

মঙ্গলবার নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। 

অরিজিৎ লেখেন, “হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা, যে হিসেবে আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন।”

তবে অবসর মানেই সংগীত জগৎ থেকে বিদায় নয়। সে কথাও স্পষ্ট করে দিয়েছেন গায়ক। তিনি লেখেন, “আমি সংগীত বন্ধ করছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।”

২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি ২’-এর কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ। 

তার আগে বাংলায় ‘বোঝে না সে বোঝে না’ গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর