ঢাকা, ০৮ আগস্ট শুক্রবার, ২০২৫ || ২৩ শ্রাবণ ১৪৩২
good-food
২৩

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ৬ আগস্ট ২০২৫  

নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সবরকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৬ আগস্ট) দুপুরে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আগামী ৩১ আগস্টের মাঝে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট তারিখের মাঝে যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

 

সেই সঙ্গে সেপ্টেম্বরের মাঝে সব কেনাকাটা সম্পন্ন হবে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনের আগে মিডিয়াসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

 

সিইসি বলেন, একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আয়নার মতো পরিষ্কার করতে চাই। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টার কোনও ঘাটতি আছে কি না। আমরা লুকিয়ে কোনও কাজ করতে চাই না।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর