ঢাকা, ২৩ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ১০ মাঘ ১৪৩২
good-food

ফের আইসিসিকে চিঠি বিসিবির, যে অনুরোধ জানালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০০ ২৩ জানুয়ারি ২০২৬  

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজেদের আগের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি আইসিসি। ফলে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার কার্যত আর কোনো সম্ভাবনা নেই।

তবুও শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এর জন্য নতুন করে আবারও আইসিসিকে ভেন্যু বদলের জন্য চিঠি দিয়েছে বিসিবি। গতকাল বৃহস্পতিবারই মেইলে এই চিঠি পাঠানো হয়।

সেখানে নিজেদের আগের অবস্থার কথা জানানোর পাশাপাশি আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

বাংলাদেশও চাইছে চলমান এই ইস্যুটি যেন স্বাধীন আইনজীবী দ্বারা সমাধান হয়।

এর আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে  আলাপ করে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বিসিবি। তারা জানায়, ভারতের মাটিতে কিছুতেই বিশ্বকাপ খেলবে না তারা। 

তখন নিজেদের শেষ চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি বলেন, ‘‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করব এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।”

তিনি আরও বলেনে, ‘‘আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর