ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
১৩৩৩

ফের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২১ ২২ অক্টোবর ২০১৯  

কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন তিনি।

এবারের নির্বাচনে ডানপন্থি কনজারভেটিভ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে লিবারেল পার্টির। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পার্লামেন্টের অধিকাংশ আসনের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ট্রুডোর দল। তবে এ মেয়াদে বেশ কঠিন সময় পার করতে হবে তার দলকে। বিশেষ করে কোনো আইন পাসে অন্যান্য দলের শরণাপন্ন হতে হবে তাদের। 

প্রাথমিক ফলাফলের পর মন্ট্রিয়ালে এক সমাবেশে যোগ দেন ট্রুডো। পুনরায় নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।

এর আগে দীর্ঘ ৪০ দিন নির্বাচনী প্রচারণা শেষে সোমবার বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।