ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
৯৭০

বিএনপি প্রার্থী রুমিন ফারহানার মনোনয়ন বৈধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২১ ২২ মে ২০১৯  

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা : একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, সোমবার সংরক্ষিত নারী আসনে একমাত্র প্রতিনিধি হিসেবে দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয় বিএনপি। এরপর দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত, গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।