ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৯

বিএসআরএফ নির্বাচন: সভাপতি মাহতাব, মাসুদ সাধারণ সম্পাদক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ১৩ জুন ২০২৩  

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নির্বাচনে প্রতিদিনের বাংলাদেশ-এর সিনিয়র রিপোর্টার মাহতাব উদ্দিন সভাপতি এবং মাসুদুল হক (ইউএনবি) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

 

যুগ্ম সম্পাদক পদে মেহেদী আজাদ মাসুম (আমার বার্তা), সাংগঠনিক সম্পাদক পদে তাওহীদুল ইসলাম ( আমাদের সময়), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ফারুক আলম।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন:, সহ-সভাপতি পদে এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দফতর সম্পাদক শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে ডিবিসির বিজন কুমার দাস। 


এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ঝর্না রায় (সারা বাংলা) আসাদ আল মাহমুদ ( রাইজং বিডি), উবায়দুল্লাহ বাদল (আজকের পত্রিকা), মিজানুর রহমান (জনকণ্ঠ), মাহমুদ আকাশ (জনকণ্ঠ), রাকিব হাসান (মাইটিভি), মহসিনুল করিম লেবু (অবজারভার) আয়নাল হক (আজকের পত্রিকা)  নির্বাচিত হয়েছেন। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর