ঢাকা, ২২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ৮ মাঘ ১৪৩২
good-food
৪০

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৯ ২১ জানুয়ারি ২০২৬  

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করা হয়েছিল। সব মিলিয়ে দলটির কঠোর অবস্থান পরিলক্ষিত হচ্ছে।

বিভাগ অনুযায়ী বহিষ্কৃত উল্লেখযোগ্য নেতাদের তালিকা:

ঢাকা বিভাগ:  টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ (চেয়ারপারসনের উপদেষ্টা), টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), নারায়ণগঞ্জ-১, ২ ও ৩: মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর এবং অধ্যাপক মো. রেজাউল করিম, মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন (সদস্য সচিব, জেলা বিএনপি), নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী (সহসভাপতি, জেলা বিএনপি)।

রংপুর বিভাগ: দিনাজপুর-২: আনম বজলুর রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), দিনাজপুর-৫: এজেডএম রেজওয়ানুল হক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি) ও নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি)।

রাজশাহী বিভাগ: নাটোর-১: তাইফুল ইসলাম টিপু (সহদপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি) ও ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩: দাউদার মাহমুদ (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি), রাজশাহী-৫: ইসফা খায়রুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩: কেএম আনোয়ারুল ইসলাম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি), পাবনা-৪: জাকারিয়া পিন্টু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

খুলনা বিভাগ: কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২: মনিরুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), যশোর-৫: অ্যাডভোকেট শহিদ ইকবাল (সভাপতি, মনিরামপুর থানা), সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি), বাগেরহাট-১ ও ৪: ইঞ্জি. মাসুদ ও খায়রুজ্জামান শিপন।

বরিশাল বিভাগ: বরিশাল-১: আব্দুস সোবহান (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি) ও পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন।

বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং দলীয় ঐক্য সুসংহত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

দলীয় প্রার্থীর বিপক্ষে বা স্বতন্ত্র হিসেবে যারা মাঠে রয়েছেন, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর