ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
২৬৭

বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ: ডেইলি মেইল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ৬ জানুয়ারি ২০২৫  

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। অথচ দুই বছর আগে টিউলিপ দাবি করেছিলেন— তার বাবা-মা তাকে এই ফ্ল্যাট কিনে দিয়েছেন। এই বিষয় নিয়ে প্রশ্ন করায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিলেন টিউলিপ। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

 

ডেইলি মেইল জানায়, লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক, এমন তথ্য প্রকাশ হওয়ার পর থেকে থেকে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বেড়েছে।

 

জানা গেছে, টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনও অর্থপ্রদান না করে,ফিন্যান্সিয়াল টাইমস শুক্রবার এই তথ্য জানিয়েছে। মূলত পূর্বে অপ্রকাশিত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিংয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য সামনে এনেছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর