ঢাকা, ২৬ জানুয়ারি সোমবার, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
good-food
৩৩

বিসিবিরি অর্থ কমিটিতে ফিরলেন বিতর্কিত পরিচালক নাজমুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৩ ২৫ জানুয়ারি ২০২৬  

বিতর্কিত মন্তব্যের কারণে পদ হারানো সেই পরিচালক এম নাজমুল ইসলামকে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটিতে ফিরিয়েছে বিসিবি। পরিচালক পদ থেকেও সরছেন না এই অর্থ কমিটির প্রধান।

তামিম ইকবালকে নিয়ে এক স্ট্যাটাস দিয়ে গত কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

যার কারণে বিপিএলের ঢাকা পর্বের খেলাও বর্জন করেন ক্রিকেটাররা। তবে সব ঘটনা ছাপিয়ে অবশেষে আবারও নিজের জায়গা ফিরে ফেলেন এই পরিচালক। পদ ফিরে পাবার ঘটনাটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন নাজমুল। 

গতকাল শনিবার হওয়া বিসিবির বোর্ড মিটিংয়ে নাজমুলের পদ ফিরিয়ে দেওয়া হয়। তার আগের রাতেই তিনি দেশকাল নিউজকে বলেছিলেন, “আমি সব সময় নিজের কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকি। আমার আত্মবিশ্বাসই আমার শক্তি।“

এই পরিচালকই গত ১৪ জানুয়ারি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, “বিশ্বকাপ না খেললে বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?”

ওই বক্তব্যের পর প্রতিবাদ করেন ক্রিকেটাররা। বিপিএলে প্রথম দিনের খেলাই বর্জন করেন তারা। চাপের মুখে ১৫ জানুয়ারি নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয় বিসিবি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর