ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৯৫২

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে  বিএনপির আব্দুস সাত্তার জয়ী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৭ ৯ জানুয়ারি ২০১৯  

জয়ী হলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেছেন তিনি।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত ৩ কেন্দ্রে পুনঃভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে মোট ১৩২টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীক নিয়ে মঈনউদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। ৮ হাজার ৫৭৮ ভোটের ব্যবধানে সাত্তার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ বারের মতো জয়লাভ করে সংসদ সদস্য হলেন সুভাগ্যবান উকিল আব্দুস সাত্তার।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর