ঢাকা, ২২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ৮ মাঘ ১৪৩২
good-food
১০

ভারতেই খেলতে হবে, নয়তো বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ২১ জানুয়ারি ২০২৬  

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে গেল। বিশ্বকাপ ভারতের মাটিতেই খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে লিটন দাসদের। 

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আরেকবার বৈঠকে বসেছে আইসিসি ও বিসিবি। যেখানে বিসিবি থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছেন। 

সভায় নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোট শেষে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বাংলাদেশকে চিন্তাভাবনার জন্য শেষ সুযোগ দেওয়া হয়েছে। একদিনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। 

এর মধ্যে বাংলাদেশ খেলতে রাজি হলে ভারতে যেতে হবে। নয়তো বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে দেখা যাবে স্কটল্যান্ডকে।

ভোটাভুটিতে বাংলাদেশকে শুধু পাকিস্তান ভোট দিয়েছে। আর কেউই বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। সবাই বিকল্প দল নেওয়ার পক্ষে।

ভার্চুয়াল সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া-সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও আছেন।

অনলাইনের এই সভার প্রতিনিধিত্ব করছেন আইসিসির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর