ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
২১

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৪ ২৯ আগস্ট ২০২৫  

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তাসিন খান। শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রার্থিতা ঘোষণা করেন তিনি। তাসিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৫৬-৫৭ সালে। সেসময় এই সংসদের নাম ছিল ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (রাকসু)। ১৯৬২ সালে এটি ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ নামে যাত্রা করে। এরপর ১৬বার রাকসু নির্বাচন হয়েছে। সবশেষ হয় ১৯৮৯ সালে। তবে দীর্ঘ এ ৬৩ বছরে একজন নারীও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

 

তাসিন বলেন, রাকসু আমাদের জন্য ঐতিহাসিক সুযোগ। কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী ছাড়াই মাঠে নামছি। আমি এমন রাকসু চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব এবং মানবিক মূল্যবোধ প্রতিদিনের চর্চা হবে। দীর্ঘদিন অচল থাকা প্ল্যাটফর্মকে সক্রিয় ও কার্যকর করতে কাজ করব।

 

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, সেসময় মনে হয়েছিল, স্বাভাবিক জীবনে ফেরা নাও হতে পারে। বলতে গেলে এখন ‘বোনাস সময়’ পেয়েছি। তাতে প্রাপ্তি-লোভ বা হারানোর ভয় নেই। তাই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হইনি। নিজের পরিকল্পনা নিয়ে লড়াইয়ে নেমেছি।

 

 

তবে আশঙ্কা প্রকাশ করে তাসিন বলেন, ভিপি পদ ঘিরে ক্যাম্পাসে উত্তাপ তৈরি হতে পারে। সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ ও ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়ার ঝুঁকি আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যান্টি সাইবার বুলিং সেলের আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই কার্যক্রম এখনো শুরু হয়নি।

 

গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে চারবার তফসিল সংশোধন হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 

 

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর