ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬১০

শুধু পুরুষের মাথায় কেন টাক পড়ে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০৭ ৫ ডিসেম্বর ২০২১  

ভার্সিটিতে পড়ুয়া একঝাঁক চুল নিয়ে মাথা দুলিয়ে কবিতা পড়া টগবগে তরুণটিকে বছর পাঁচেক পরে রাস্তায় দেখলে চেনাই যায় না। মাথার সামনের দিকটা পুরো খালি হয়ে টাক পড়েছে! ছেলেদের মাথায় দেখা যায় বেশি টাক পড়ে। কিন্তু কেন এমনটা হয়, ভেবেছেন কী?

 

বিশেষজ্ঞরা বলেন, এর উত্তর লুকিয়ে রয়েছে ক্রোমোজমে। অ্যান্ড্রোজেন ও ওয়াই ক্রোমোজোমের প্রভাবে চুল পড়ে। অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগতি ও প্রজননে ভূমিকা রাখে। আর মেয়েদের দেহে ওয়াই ক্রোমোজোম থাকেই না। তাই মেয়েদের থেকে বেশি ছেলেদের মধ্যেই টাক পড়ার প্রবণতা দেখা যায়।

 

মাথায় চুল কমতে শুরু করলেই মন ?খারাপ না করে, একে স্বাভাবিকভাবে নিন। নিয়মিত যত্ন, মানে পরিষ্কার রাখা, মাসে দুই দিন অন্তত তেল ম্যাসাজ করা, পছন্দের একটি প্যাক লাগানো এসব সাধারণ যত্ন নিলেই চুল সুন্দর থাকবে ও কম পড়বে। আর সঙ্গে নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ব্যায়াম করতে হবে।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর