ঢাকা, ১৩ আগস্ট বুধবার, ২০২৫ || ২৯ শ্রাবণ ১৪৩২
good-food
২১৯

সরকারের সময় ধরে ভোটের দিকে এগোচ্ছে কমিশন: সিইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪১ ১৯ জানুয়ারি ২০২৫  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেয়া সময়সীমা ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে আগানো হচ্ছে।

 

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে ভোটার তালিকা হালনাগাদে ইউএনডিপির ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

 

সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন (ইসি) এখনো নির্বাচনের সময় নির্ধারণ করেনি। তবে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময় অনুযায়ী ভোটের দিকে এগোচ্ছে ইসি। 

 

তিনি বলেন, বর্তমান ইসির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাই ইসির লক্ষ্য।

 

নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে সিইসি বলেন, আইন ও সংবিধানের মধ্যে থাকতে চায় কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। 

 

তিনি বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

 

সিইসি বলেন, ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করলো তারা।
 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর