ঢাকা, ২১ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ৫ কার্তিক ১৪৩২
good-food
২০৮

সাড়ে পাঁচ মাসে ৪০ মাজারে হামলা: প্রধান উপদেষ্টার দপ্তর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৫ ১৯ জানুয়ারি ২০২৫  

দেশে গত সাড়ে পাঁচ মাসে ৪০ মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর এই তথ্য জানিয়েছে।

 

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৪০ মাজার (সুফি সমাধিক্ষেত্র/দরগাহ) এবং সেগুলোর সঙ্গে সম্পর্কিত ৪৪ স্থাপনায় ভাঙচুর ও হামলার রিপোর্ট পেয়েছে পুলিশ।

 

এসময়ে সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকায়। এই বিভাগে ১৭ মাজার সর্ম্পকিত হামলার তথ্য পাওয়া গেছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০ এবং ময়মনসিংহ বিভাগে ৭ হামলার তথ্য মিলেছে।

 

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৪৪ হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন থানায় ১৫ মামলা এবং ২৯ সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

 

এসব অপরাধের সঙ্গে জড়িত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। বাকি মামলা ও জিডির তদন্ত চলছে।

 

মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভুক্তভোগীদের অভিযোগ দায়েরের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর