ঢাকা, ০৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ২৩ আশ্বিন ১৪৩১
good-food
৩০৩

সেলুনে গিয়ে আক্রান্ত হতে পারেন ভয়ানক রোগে, জেনে নিন কারণগুলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:১০ ৩১ জানুয়ারি ২০২৪  

ছেলেটি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে।  ভর্তি হওয়ার আগে মেডিকেল টেস্ট করতে গিয়ে সে জানলো তার হেপাটাইটিস পজিটিভ।  এ সংবাদে নিমিষেই পরিবারের সব আনন্দ বিভীষিকাময় হয়ে উঠলো। সে ভাবতে লাগলো কীভাবে হেপাটাইটিসে আক্রান্ত হলো, অনেক চিন্তার পরে সে আবিষ্কার করলো সম্প্রতি সে সেলুনে গিয়েছিলো চুল কাটতে।  সম্ভবত সে সেলুন থেকেই হেপাটাইটিসে আক্রান্ত।  সেলুন থেকে এমন সব মারাত্মক রোগে নিজের অজান্তেই আক্রান্ত হতে পারেন আপনিও।

 

সচেতন থাকতে করণীয়

এক. সেলুনে খেয়াল রাখবেন যাতে আপনার জন্য নতুন ব্লেড ব্যবহার করা হয়।  অনেক সময় খরচ বাঁচাতে একই ব্লেড অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে একজনের রোগ অন্যের শরীরে প্রবাহিত হয়।  এভাবে এইডস ও যৌনরোগ সংক্রমিত হওয়ার আশঙ্কাও থাকে।

 

দুই. মরিচা ধরা সামগ্রী যাতে ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখবেন। 

তিন. সেলুনে ব্যবহৃত তোয়ালে, চাদর এবং অন্যান্য ব্যবহারযোগ্য জিনিসপত্র পরিষ্কার কিনা তা নিশ্চিত হোন।  এছাড়াও সেলুনের জিনিসপত্র নিয়মিত স্যানিটাইজ করা হয় কিনা তা সম্পর্কে খোঁজ নিন। 

 

চার. সেলুনে যাওয়ার আগে নিজের ত্বক সম্পর্ক সচেতন থাকুন। ফোড়া কিংবা ক্ষত  অথবা কোনো ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকলে সেলুনে যাওয়া থেকে বিরত থাকুন।

পাঁচ. সেলুনে কর্মরতরা লাইসেন্সপ্রাপ্ত, প্রশিক্ষিত এবং শারীরিকভাবে সুস্থ কিনা সে বিষয়ে সচেতন থাকুন। 

 

ছয়. সেলুন পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা খেয়াল রাখুন।  নোংরা সেলুন এড়িয়ে চলুন।

সাত. ধূমপান মুক্ত সেলুন কিনা তা নিশ্চিত হতে পারেন। 

আট. নিরাপদ থাকার জন্য আপনি আপনার সঙ্গে নিজস্ব সরঞ্জামগুলো নিয়ে যেতে পারেন। 

 

সেলুনে স্বাস্থ্য সুরক্ষার এ বিষয়গুলো নিয়ে যেমন আমাদের নিজেদের মাঝে সচেতনতা জরুরি তেমনি সেলুনে কর্মকর্তাদেরও সচেতনতা অনেক বেশি জরুরি। অসচেতনতায় মেধাবী ছেলেটির মত নিজের জীবনে বিপদ নেমে আসতে পারে।

 

লেখক: ডা. কামরুজ্জামান নাবিল

বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা