ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
৯৩৪

৭৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৭ ১১ মার্চ ২০২১  

আবারো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এ নিয়ে প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৭৯বার পিছিয়েছে। পরবর্তী তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

 

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর