ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২১২

অন্ধত্ব থেকে বাচাঁয় বিটরুট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৪ ২৫ মার্চ ২০২১  

চোখের দৃষ্টি নষ্ট হওয়ার অন্যতম কারণ ম্যাকুলার ডিজেনারেশন। এটি রুখতে পারে নাইট্রেটে পূর্ণ সবজি পালংশাক ও বিটরুট। এককথায়, আপনাকে অন্ধত্ব থেকে বাচাঁতে পারে এই দুটি। পঞ্চাশোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। গবেষণা প্রতিষ্ঠান একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিকসের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।


সমীক্ষায় দেখা গিয়েছে, যারা দিনে ১০০ থেকে ১৪২ মিলিগ্রাম ভেজিটেবিল নাইট্রেট গ্রহণ করেন, তাদের ৩৫ শতাংশ বয়সজনিত ম্যাকুলার ক্ষয়ের ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত। প্রতি ১০০ গ্রাম পালংশাকে ২০ মিলিগ্রাম করে নাইট্রেট থাকে। ১০০ গ্রাম বিটে থাকে ১৫ মিলিগ্রাম নাইট্রেট।


অস্ট্রেলিয়ার ওয়েস্টমিড ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চের মুখ্য গবেষক বামিনি গোপীনাথ বলেন, এই প্রথম খাবারে নাইট্রেটের ভূমিকা ও ম্যাকুলার ক্ষয় নিয়ে কাজ করা হলো। ৪৯ বছরের উপরে প্রায় ২০০০ জন অস্ট্রেলীয়কে নিয়ে ১৫ বছর ধরে এই সমীক্ষা করা হয়েছে।


''আমাদের সমীক্ষা যদি ঠিক হয় তা হলে, আপনার খাবারে সবুজ শাক এবং বিটের মতো সবজি যুক্ত করুন, আপনি ম্যাকুলার ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত থাকবেন।"- বলেন গোপীনাথ।


যারা দিনে ১৪২ মিলিগ্রামের বেশি নাইট্রেট খান তাদের জন্য কোনও আশঙ্কার কথাও গবেষণায় উঠে আসেনি। এএমডি-র ঝুঁকি সবচেয়ে বেশি থাকে ৫০ বছরের পরে। এখনই এই রোগের কোনও ওষুধ পাওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে, নাইট্রেট সমৃদ্ধ খাবার গ্রহণই আপাতত একে রোধের একমাত্র পন্থা।