ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
good-food

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৪ ১৩ অক্টোবর ২০২৫  

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এক ঘোষণায় তাদের নাম প্রকাশ করে।

 

অ্যাকাডেমির বিবৃতিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই উন্নয়নের পূর্বশর্ত চিহ্নিত করার অবদানের জন্য ২০২৫ সালের অর্থনীতির নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে।

 

পুরস্কারের অর্ধেক পেয়েছেন ইওয়েল মোকিয়র। আর বাকি অর্ধেক যৌথভাবে ভাগ করে নিয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। তাদের যৌথ অবদান ‘সৃজনশীল বিনাশ’ তত্ত্বের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির ধারণা প্রণয়ন।

 

ইওয়েল মোকিয়রের জন্ম ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে। ১৯৭৪ সালে ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক।

 

ফিলিপ আগিয়োঁ জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে। ১৯৮৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাজ্যের স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক।

 

পিটার হাউইটের জন্ম ১৯৪৬ সালে কানাডায়। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন।

 

এবারের নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার। এর অর্ধেক পাবেন মোকিয়র, আর বাকি অর্ধেক ভাগ করে নেবেন আগিয়োঁ ও হাউইট।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর