ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৫১

অ্যাডিনো ভাইরাস কী? যেভাবে প্রতিরোধ করা যায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ৭ মার্চ ২০২৩  

করোনা-আতঙ্ক কাটতে না কাটতে নতুন ভাইরাসের উপদ্রপ। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে ভয়াবহ আকার নিয়েছে অ্যাডিনো ভাইরাস। শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। অ্যাডিনো ভাইরাসের প্রকোপে কলকাতায় গত কয়েক দিনে অনেক শিশুর প্রাণ গিয়েছে। তাই এবার অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় আরও এক নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।


কীভাবে অ্যাডিনো ভাইরাস প্রতিরোধ করা যাবে?

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় বড়দের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এদিনের নির্দেশিকায় বলা হয়েছে-

১)বারবার সাবান দিয়ে হাত ধোবেন এবং শিশুদেরও এটা অভ্যাস করান।

২)বাইরে থেকে এসে জামা-কাপড় বদল করে এবং হাত ধুয়ে তবে শিশুদের কাছে যাবেন।

 

৩) ভিড় থেকে শিশুদের দূরে রাখাই ভালো। ভিড়বহুল স্থানে যেতে হলে মাস্ক ব্যবহার করবেন।

৪) কাশি বা হাঁচির সময় রুমাল অথবা নিজের কনুই দিয়ে মুখ ঢাকা দিন। যেখানে সেখানে কফ বা থুতু ফেলবেন না।

৫) যেসব শিশুর কোনও গুরুতর জন্মগত অসুখ বা অপুষ্টিজনিত সমস্যা রয়েছে, তাদের বিশেষ সাবধানে রাখতে হবে।

 

অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে কী করণীয়?

করোনার মতোই অ্যাডিনো ভাইরাস সংক্রামক। তাই কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশকায় বলা হয়েছে-

১) অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে বা এই ধরনের উপসর্গ দেখা দিলে শিশুদের স্কুলে পাঠাবেন না।

২) বড়দের কারও যদি সংক্রমণ হয় তিনি শিশু, অতিবৃদ্ধ এবং গর্ভবতী মহিলার থেকে দূরে থাকবেন।

৩) প্রতিদিন হালকা গরম নুন-জলে গার্গল করুন। ছোট বাচ্চাদের হালকা গরম জল বা অন্য যে কোনও গরম পানীয় বারে বারে খেতে দিন।

 

৪) বাসক, আদা, তুলসি, লবঙ্গ কাশি কমায় এবং কফ পাতলা হতে সাহায্য করে। তাই এই সময় কাশি হলে এগুলি খাওয়া যেতে পারে।

৫)চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ দেবেন না।