ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৩২৫

আচরণবিধি লঙ্ঘন: বাহার-শম্ভুকে জরিমানা করলো ইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩০ ২৭ ডিসেম্বর ২০২৩  

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের তলবে সশরীরে হাজির হয়েছেন কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শুনানিতে আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

শুনানি শেষে  ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিনদিনের মধ্যে পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তা তা ইসিকে অবহিত করবেন।


 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর