ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২
good-food
৭৫০

এমপি হিসেবে শপথ নিলেন সালমা চৌধুরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৯ ৮ আগস্ট ২০১৯  

সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী। সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে সালমা চৌধুরী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

রুশেমা ইমামের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। রুশেমা ইমাম গত ৯ জুলাই ইন্তেকাল করেন।