ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩১৪

করোনায় মারা যাওয়া ৭০ শতাংশই টিকা নেননি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৫ ২৫ জুলাই ২০২২  

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, করোনার চতুর্থ ঢেউয়ে মারা যাওয়াদের ৭০ শতাংশই টিকা নেননি। তবে টিকা নেওয়ার পরও মারা যাবে না এমন কথা কখনো বলা হয়নি। কিছুটা হলেও টিকা সুরক্ষা দেবে।

 

রোববার (২৪ জুলাই) রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

 

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। সম্পূর্ণ প্রতিরোধব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। যারা এবার আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।