ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
২৭

কাতারে হামলা চালালো ইসরায়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৭ ৯ সেপ্টেম্বর ২০২৫  

ইসরায়েল জানিয়েছে, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ 'সুনির্দিষ্ট হামলা' চালিয়েছে।

 

তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরায়েলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোঁয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল আনসারি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’।

 

তিনি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর