ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৬৯৪

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন নিয়েছেন আশরাফের ছোট ভাই শাফায়েত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ২৩ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ - ১ আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুনঃনির্বাচন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র তুলেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম।

গতকাল মঙ্গলবার কমিশন সভা শেষে ইসি সচিব হেলাল উদ্দীন পুনঃনির্বাচনি তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান গত ৩০ ডিসেম্বর নির্বাচনে এই আসন থেকে সৈয়দ আশরাফুল ইসলাম আশরাফ নির্বাচিত হয়ে ছিলেন। গেজেট প্রকাশ হলেও শপথ নেওয়ার আগেই মারা যান সৈয়দ আশরাফ । তাই এই আসনে উপ নির্বাচন নয়, পুনঃনির্বাচন হচ্ছে।

আজ বুধবার (২৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ব্যাক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।


তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।যাচাই-বাছাই হবে ৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে নির্বচনী এলাকায়।

উল্লেখ্য গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে কিশোরগঞ্জ - ১ আসন থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন আ.লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আশরাফ। শারিরিক অসুস্থতায় নির্বাচিত হয়েও শপথ নিতে পারেন নাই এই সাংসদ। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরন করেন সৈয়দ আশরাফ।

জেএএম-৯০/সকডক