ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৯৮

কেউ মিথ্যে বলছে ধরবেন কীভাবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৮ ২২ মার্চ ২০২১  

বিপদ থেকে বাঁচতে কিংবা নিজেকে নির্দোষ প্রমাণ করতে বহু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম মিথ্যা কথার আশ্রয় নেন। কিছু সময় আসে যখন মিথ্যা বলাটা অপরিহার্য হয়ে ওঠে সেই পরিস্থিতিতে। কেউ যখন মিথ্যা বলেন তখন কিছু অস্বাভাবিক আচরণ করে থাকেন তিনি। এগুলো জানলে আপনি তাকে ধরতে পারবেন। 


এতে করে তার মিথ্যা ধরা সহজ হয়। কিন্তু অনেকে আবার এমনভাবে গুছিয়ে মিথ্যা বলেন যে সেটা ধরা সহজ হয় না। কে মিথ্যা বলছেন আর কে সত্যি, তা বোঝার জন্য জেনে নিন এমন কিছু কৌশল যা আপনাকে আর কেউ বলবে না।


মানুষ যখন কোনো সত্যি কথা বলেন তখন তার কথা এবং অভিব্যক্তি একদম মিলে যায়। তাই কেউ মিথ্যা বলছেন কিনা তা বোঝার জন্য কথা বলার সময় তার মুখের দিকে তাকাতে হবে আপনাকে। যদি তার শারীরিক ভাষার সঙ্গে বলা কথাগুলো মিলে যায়, তবে বুঝবেন তিনি সত্যি বলছেন। কিন্তু যদি কথা ও অভিব্যক্তি না মেলে তবে বুঝে নেবেন মিথ্যা বলছেন। 


কারণ কেউ যখন মিথ্যা বলে তখন খুশি খুশি ভাব দেখাতে চাইলেও মূলত তার চেহারা মলিন থাকে ও তার মুখে ভয়ের ছাপ থাকে। কেউ কোনো বিষয়ে কথা বলতে গিয়ে স্বস্তিবোধ না করলে তখন ওর চোখের মণি এদিক-সেদিক নড়াচড়া করতে থাকেন। তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।


বিশেষজ্ঞদের মতে, মানুষ মিথ্যা বলার সময় সাধারণত প্রতি মিনিটে পাঁচ কিংবা ছয়বার অর্থাৎ ১০ সেকেন্ড পরপর চোখের পাতা ফেলে থাকেন। কারণ তিনি সত্যি না বলে চোখের সঙ্গে চোখ মিলিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারেন না। কাউকে কথা বলার সময় এমনটা করতে দেখলে ভালোভাবে যাচাই করে নিন, উনি আসলেই সত্যি বলছেন কি-না।


যখন কেউ মিথ্যা বলেন, তখন তিনি কৃত্রিম হাসি দিয়ে অপরের আস্থা অর্জনের চেষ্টা করেন। মিথ্যা বলার সময় অনেকে কাশি কিংবা হাঁচিরও সাহায্য নিতে পারেন।